বাংলাধারা ডেস্ক »
দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তের কাঁঠালিয়াপাড়া এলাকায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
রোববার ( ২৬ মে ) ভোরে এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার কামদেবপুর গ্রামের মোশাহাক আলীর ছেলে মো. আলম (৪০)। সে একজন গরু ব্যবসায়ী বলে জানিয়েছেন স্থানীয়রা। সীমান্তে বাংলাদেশি যুবক নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন বিজিবির ধর্মজৈন বিওপির নায়েক মেহেদী হাসান। ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।
এলাকাবাসী জানান, ভোরে মো. আলম ধর্মজৈন এলাকার সীমান্তঘেঁষা পিলার নং-২০/১০এস মহাতলা নামক স্থানের রাস্তা দিয়ে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় তাকে লক্ষ্য করে ভারতীয় বিএসএফ গুলি চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন আলম। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে আসেন।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি