চবি প্রতিনিধি »
বহুল প্রচলিত দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানকে গ্রেফতার ও পত্রিকাটির নিবন্ধন বাতিল চেয়ে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু ও তাদের অনুসারীরা।
মঙ্গলবার (৪ এপ্রিল) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বুদ্ধিজীবী চত্বরের সামনে মহান স্বাধীনতা দিবসকে কটুক্তি, হলুদ সাংবাদিকতা ও Child Exploitation (শিশু শোষণ) এর অপরাধে মতিউর রহমানকে গ্রেফতার ও প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবিতে মানববন্ধন করেন তারা। তবে চবি শাখা ছাত্রলীগের শীর্ষ এই নেতারা সচেতন শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এ মানববন্ধনে অংশ নেন।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বহির্বিশ্বের কাছে স্বাধীনতার গৌরব, ঐতিহ্য ও ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে। তাছাড়া একজন শিশুকে ১০ টাকার বিনিময়ে ব্যবহার করা হয়েছে যা Child Exploitation এর মতো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। আমার তার প্রতিক্রিয়া দেখিয়েছি।
তিনি আরও বলেন, সব জায়গার সচেতন শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে মানববন্ধন করেছে। আমরা ছাত্রলীগ ও অন্যান্য সংগঠন তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছি। আমরা চাই দেশীয় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
প্রসঙ্গত, স্বাধীনতা দিবসে একটি প্রতিবেদনে ‘মিথ্যা, বিভ্রান্তিকর, জাতির জন্য মানহানিকর’ তথ্য-উপাত্ত প্রকাশ ও প্রচারের অভিযোগে আইনজীবী আবদুল মালেক (মশিউর মালেক) গত বুধবার (২৯ মার্চ) মধ্যরাতে রাজধানীর রমনা থানায় সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এতে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকেও আসামি করা হয়।
গত ২৯ শে মার্চ তেজগাঁও থানায় সাংবাদিক শামসের বিরুদ্ধে প্রথম মামলাটি দায়ের করা হয়। সে মামলার বাদী ছিলেন সৈয়দ মো. গোলাম কিবরিয়া নামে এক ব্যক্তি। তার অভিযোগ, প্রথম আলো, বাংলাদেশের স্বাধীনতা দিবসে ‘ভুল তথ্য, মিথ্যা পরিচয় ও মিথ্যা উদ্ধৃতি’ দিয়ে সংবাদ প্রকাশ করেছে।
মামলার পরপরই ভোর রাতে সাভারের বাসা থেকে সিআইডি পরিচয়ে একদল মানুষ সাংবাদিক শামসুজ্জামান শামসকে তুলে নিয়ে যায়।প্রায় ত্রিশ ঘণ্টা নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার সকালে সাংবাদিক শামসকে ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।
এ মামলায় রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে ৬ সপ্তাহের আগাম জামিন দেয়।
এছাড়া গত সোমবার (৩ এপ্রিল) দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা থানায় করা মামলায় জামিন পান প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস। ওদিন সন্ধ্যায় কারাগার থেকে বের হন তিনি।