spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ৩ জুন ২০২৩
প্রচ্ছদবিনোদনশেখ মহসিনের কণ্ঠে ‘আকাশ এবং দুঃখ’

শেখ মহসিনের কণ্ঠে ‘আকাশ এবং দুঃখ’

spot_img

বাংলাধারা বিনোদন »

‘ও আকাশ তোমারও কি দুঃখ আছে আমার মতো, ও আকাশ তুমিও কি কষ্টে কাঁদো আমার মতো/’- মনের কোণে লুকিয়ে থাকা দুঃখগুলো নিয়ে এভাবেই গাইলেন কণ্ঠশিল্পী শেখ মহসিন। তার নতুন গান ‘আকাশ এবং দুঃখ’-তে আকাশের সঙ্গে মনের বিষাদের মিল খুঁজেছেন।

রোববার (২৬ মে) বিকালে দেশের প্রথম সারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে শেখ মহসিনের ‘আকাশ এবং দুঃখ’। গানটি লিখেছেন ও সুর করেছেন শিল্পী নিজেই। সঙ্গীতায়োজন করেছেন শচী শামস।

আকাশ এবং দুঃখ’ গানটি রয়েছে মেহেদী হাসান জনি পরিচালিত ‘দ্য ব্রেকআপ রিটার্ন ২’ নাটকে। এতে অভিনয় করেছেন হালের অন্যতম জনপ্রিয় টিভি তারকা জিয়াউল ফারুক অপূর্ব, অভিনেত্রী মৌসুমী হামিদ ও অভিনেতা তানভীর।

গানটি নিয়ে শেখ মহসিন বলেন, আমার ব্যক্তিগত পছন্দের গান এটি। এই গানে মনের দুঃখগুলোর সঙ্গে আকাশের মিল খোঁজার চেষ্টা করেছি। শ্রোতাদের মন খারাপের সময় এই গানটি সঙ্গ দেবে। সেই সঙ্গে তাদের পছন্দের তালিকায় জায়গা করে নেবে বলেও আমার বিশ্বাস।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

spot_img

সর্বশেষ