spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
প্রচ্ছদসাবলীডচবি উপাচার্যের ‘কুকীর্তি’ ফাঁস করার হুমকি ছাত্রলীগের সাবেক নেতাদের

চবি উপাচার্যের ‘কুকীর্তি’ ফাঁস করার হুমকি ছাত্রলীগের সাবেক নেতাদের

spot_img

বাংলাধারা ডেস্ক »

জামায়াতপন্থী শিক্ষককে প্রক্টর বানানো ও উপাচার্যের মেয়ের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগসহ বিভিন্ন অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপচার্যের বিরুদ্ধে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতারা।

শনিবার (৮ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ছাত্রলীগের সাবেক নেতারা বলেন, একসময় যেসব শিবির ক্যাডারদের হামলার কারণে আমরা ক্যাম্পাসে যেতে পারিনি এখন তাদের প্রক্টর করা হচ্ছে। বর্তমান প্রক্টর নুরুল আজিম সিকদার তাদেরই একজন।

তারা আরও বলেন, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়ে উপাচার্য কেবল নিয়োগ বাণিজ্যই করছেন না, জামায়াত শিবিরকে চাকরি দিচ্ছেন, প্রক্টর বানাচ্ছেন।

চবি ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব এলাহী বলেন, মানববন্ধনের ডাক দেওয়ার পর উপাচার্যের দোসরা আমাদের নেতাকর্মীদের ফোন দিয়ে ইফতারের দাওয়াত দিচ্ছেন। উপাচার্যকে অনুরোধ করছি প্রক্টরকে অপসারণ করার। নইলে তাঁর মেয়ের কুকীর্তি ফাঁস হয়ে যাবে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ