বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান। রোববার (২৬ মে) সিএমসিসিআই এর নবনির্বাচিত পরিচালক, নির্বাচন পরিচালনা বোর্ডের উপস্থিতিতে ২০১৯-২১ সালের জন্য নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়।
পরিচালনা পর্ষদে প্রথম সহ-সভাপতি পদে নামরীন এন্টারপ্রাইজ লিমিটেডের শওকত আলী চৌধুরী, সহ-সভাপতি পদে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রির সাইফুল আলম মাসুদ, আরাফাত ফ্যাশন গার্মেন্টস লিমিটেডের এএম মাহবুব চৌধুরী, মীর পাল্প অ্যান্ড পেপার ইন্ডাস্ট্রি লিমিটেডের মোহাম্মদ আব্দুস সালাম, দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক, দৈনিক পূর্বকোণের পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ পদে এমইবি পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের নুরুল আবছার নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত পরিচালকরা হলেন, মো. সাহাবউদ্দিন আলম, আবুল বাশার চৌধুরী, মোহাম্মদ আব্দুল আউয়াল, মোহাম্মদ আমিনুজ্জামান ভূঁইয়া, শফিক উদ্দিন, আবুল কালাম, ডা. মহসিন জিল্লুর করিম, সেলিম রহমান, আব্দুস সামাদ লাবু, ইকবাল হোসেন চৌধুরী, ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসেন, প্রফেসর আহসানুল আলম পারভেজ, মোহাম্মদ নাছিরউদ্দিন, এসএম শামীম ইকবাল, এইচএম হাকিম আলী, নাদের খান, প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী, সৈয়দ নূরুল ইসলাম, মোহাম্মদ লিয়াকত আলী চৌধুরী, মোহাম্মদ এনামুল হক, হাজি এমএ মালেক, এসএম আব্দুল হাই, মোহাম্মদ ইউনুছ, সৈয়দ মোহাম্মদ আবু তাহের, মোহাম্মদ শফি, আবু সাঈদ চৌধুরী, মোহাম্মদ লোকমান হাকিম, ডব্লিউআরআই মাহমুদ রাসেল, মোহাম্মদ মহসিন, সুলতানা শিরিন আক্তার, মোহাম্মদ দিদারুল আলম, জসিম উদ্দিন চৌধুরী, আমির আলী হোসেন, ইউনুছ আহমেদ, সাজির আহমেদ, আহমেদুল হক, এম সোলায়মান, সৈয়দ নজরুল ইসলাম, অজিত কুমার দাশ ও বোরহানুল এইচ চৌধুরী।
নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হারাধন দে, সদস্য আতাউল করিম চৌধুরী এবং প্রিন্সিপ্যাল মুসা সিকদার এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/এমআর/বি