পটিয়া প্রতিনিধি »
পটিয়ায় চলমান ভেজাল বিরোধী অভিযানের ধারাবাহিকতায় আজ সোমবার পটিয়া শ্রীমাই ব্রীজের পাশে অনুমোদনহীন ও অপরিচ্ছন্ন অবস্থায় পানি বাজারজাত করার কারণে ‘মম’ ড্রিংকিং ওয়াটারের মালিক সাত্তারকে ৩০ হাজার টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
এছাড়া ও মুন্সেফ বাজারের মুরগির দোকানে অভিযান চালিয়ে দোকানে মূল্য তালিকা না থাকাতে দোকানি মাঈন উদ্দীন কে ২০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্টেট হাবিবুলহাসান। এ সময় সাথে ছিলেন পটিয়া থানার সাব- ইন্সপেক্টর বাসু দেব।
বাংলাধারা/এফএস/এমআর