spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ৫ জুন ২০২৩
প্রচ্ছদঅন্যান্যনোয়াখালীতে শিয়ালের মাংস বিক্রির দায়ে এক ব্যক্তির কারাদণ্ড

নোয়াখালীতে শিয়ালের মাংস বিক্রির দায়ে এক ব্যক্তির কারাদণ্ড

spot_img

বাংলাধারা ডেস্ক »

নোয়াখালীর মাইজদীতে শিয়ালের মাংস বিক্রির দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৬মে) রাতে জেলা শহর মাইজদীর নোয়াখালী সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

দণ্ডাদেশ পাওয়া ব্যক্তির নাম আবদুল মতিন (৪২)। তাঁর গ্রামের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাছারগাঁও গ্রামে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান জানান, আবদুল মতিন রোববার রাতে নোয়াখালী সুপার মার্কেটের সামনে খাঁচার মধ্যে একটি শিয়াল শাবক আটকে রেখে পাতিল ভর্তি শিয়ালের মাংস বিক্রি করছিলেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত হাতেনাতে তাঁকে আটক করেন। পরে তিনি আদালতের কাছে দোষ স্বীকার করলে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের ৩৪-এর ‘খ’ ধারায় তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। রায় ঘোষণার পর আবদুল মতিনকে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

এ সময় বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা নাহিদ হাসান, ড্রাগ সপার মাসুদ হাসান ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা উপস্থিত ছিলেন। রায়ে উদ্ধারকৃত শিয়াল শাবককে বন বিভাগের মাধ্যমে বনে ছেড়ে দেওয়া এবং জব্দ করা মাংস মাটিতে পুঁতে ফেলার আদেশ দেওয়া হয়।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

spot_img

সর্বশেষ