বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রাম আইন কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় নগরীর সদরঘাটস্থ ওয়াটার বাস টার্মিনালে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে আইন কলেজের শিক্ষার্থী মো. নাজিম উদ্দীন সাগর খানের সভাপতিত্বে মো. শাহেদুল আলম ও নেজাম উদ্দিন মেজবাহ’র সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন চৌধুরী এ্যানেল।
এ সময় তিনি বলেন, আজকের তরুণ আইন চর্চাকারীরাই আগামী দিনে তরুণ আইনজীবী হয়ে দেশ ও দশের কল্যাণে অগ্রণী ভূমিকা রাখবে।
এতে আশিক, ইব্রাহিম, আফসানা, লুনা, লুবা ও সাজ্জাদসহ আরও ৭০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।