spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ৫ জুন ২০২৩
প্রচ্ছদবৃহত্তর চট্টগ্রামপটিয়ায় বাস-মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

পটিয়ায় বাস-মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

spot_img

পটিয়া প্রতিনিধি »

পটিয়ায় বিআরটিসি বাস ও মিনি বাসের মুখোমুখি সংর্ঘষে একজন নিহত ও পাঁচ জন আহত হয়েছে।

পটিয়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৭মে) রাত আটটার দিকে শান্তির হাটের পরে থানা মহিরা এলাকায় পটিয়ার দিক থেকে আসা মিনি বাস ও বিপরীত দিক অর্থাৎ শহরের দিকে যাওয়া বিআরটিসি বাসের সাথে মুখোমুখি সংর্ঘষে মিনিবাসের যাত্রী শামসুল আলম ঘটনা স্থলে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহতের বাড়ি উপজেলার হরিনখাইন গ্রামের মৃত চন্নু মিয়ার পুত্র বলে জানান পটিয়া হাইওয়ে পুলিশের কর্মকর্তা এবিএম মিজানুর রহমান নিশ্চিত করেছেন।

তিনি জানান, এসময় আরো ৫ জন আহত হয়েছেন। আহতরা তেমন বেশি গুরতর না হওয়ায় স্থানীয় ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা নিয়ে যার যার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

spot_img

সর্বশেষ