বাংলাধারা প্রতিবেদক »
লক্ষীপুর জেলা সাহিত্য সংসদের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাহিত্য সম্মেলনে চট্টগ্রামের চার লেখককে সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল ৪টায় এই সম্মাননা প্রদান করা হয়।
বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন লক্ষীপুরের জেলাপ্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।
ডা. মো. সালাহউদ্দিন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি সৈয়দ আল ফারুক, ছড়াকার জাকির হোসেন কামাল।
চট্টগ্রাম থেকে সম্মাননা প্রাপ্তরা হলেন কথাসাহিত্যিক ড. আজাদ বুলবুল, কবি জিন্নাহ চৌধুরী, কামরুদ্দিন আহমদ, হাবিব সাখাওয়াত।
অনুষ্ঠান পরিচালনা করেন গাজী গিয়াসউদ্দিন। এতে ঢাকা, চট্টগ্রাম, ফেনী, সিলেট, গোপালগঞ্জ, কুমিল্লার প্রায় শতাধিক কবি লেখক উপস্থিত ছিলেন।