বাংলাধারা ডেস্ক
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যুব ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী শাখার উদ্যোগে বনভোজন ও এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে৷
সোমবার (১ মে) নগরের সাগরিকা নিরিবিলি ন্যাচারাল পার্কে গ্রীষ্মকালীন বনভোজন ও পারিবারিক এক মিলনমেলা অনুষ্ঠিত হয়৷
এসময় দীর্ঘদিন পর বনভোজনে হাসি আনন্দে মেতে ওঠে সকলে। সারাদিনব্যাপী বনভোজনে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ র্যাফেল ড্র, সাঁতার,দৌড়, ক্রিকেট, ফুটবল, মিউজিক্যাল চেয়ার সহ নানা রকম ইভেন্ট অনুষ্ঠিত হয়।
এর আয়োজক ছিলেন পাহাড়তলী যুব ঐক্য পরিষদের সভাপতি সুজন দাশ, সাধারণ সম্পাদক সবুজ দাশ, সাংগঠনিক সম্পাদক স্বরূপ বডুয়া জয়, আহবায়ক প্রীতম মজুমদার, মিশু দাশ প্রমুখ।
এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরী, অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, দেবাশীষ নাথ দেবু, অলক কুমার দাস, দেবাশীষ চোধুরী, মিনু রানী দেবী, টিটু কান্তি চৌধুরীসহ আরো অনেকে।
করোনা পরবর্তী সময়ে পারস্পরিক সম্পর্ক জোরদার ও সাংগঠনিকভাবে সংগঠনকে আরো দৃঢ় ও মজবুত করতে এই আয়োজন বলে মনে করেন আয়োজন কমিটি।