spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামনগরীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নগরীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

spot_imgspot_imgspot_imgspot_img

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামে পৃথক সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত নগরীর আকবর শাহ থানার কর্ণেলহাট সিডিএ মোড় এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১ জন। অন্যদিকে হাটহাজারীর অক্সিজেন সড়কে চৌধুরীহাট জনতা ব্যাংকের সামনে ট্রাক চাপায় রিক্সা চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ মে) দিবাগত রাত ১১ টা ও ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: সীতাকুণ্ডের আবু বক্কর ছিদ্দিকের ছেলে মো. আলাউদ্দিন (৩২) ও নোয়াখালী জেলার মৃত আলতাবের ছেলে মোঃ শফিউল্লাহ ( ৬০)। আহত ব্যক্তির নাম হাবিবুর রহমান (৪০)। এদিকে নিহত রিক্সাচালক আলমগীর স্থানীয় ফতেয়াবাদ চৌধুরী বাড়ির বাসিন্দা বলে জানা গেছে৷

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বাংলাধারাকে বলেন, চালক কাভার্ড ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার উপর তুলে দেয়। অটোরিকশায় তিনজন যাত্রী ছিলেন। এর মধ্যে দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনার পর মারা গেছে। আর আহত যাত্রীকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

এদিকে, স্থানীয়রা জানায়, রাত ১টায় চৌধুরীহাট জনতা ব্যাংকের সামনে ট্রাক চাপায় রিক্সা চালক আলমগীর মারা গেছেন। নিহত রিক্সাচালক স্থানীয় ফতেয়াবাদ চৌধুরী বাড়ির বাসিন্দা বলে জানা গেছে৷

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ