ক্রীড়া ডেস্ক : শেষ ১২ বলে জয়ের জন্য বাংলাদেশের তখন দরকার আরও ২৫ রানের। উইকেটে দুই সেট ব্যাটার নিগার সুলতানা এবং ঋতু মনি। ১৯তম ওভারে দুটি চার আর একটি ছক্কা হাঁকিয়ে দুই ব্যাটার তুলে নেন ১৭ রান। অর্থাৎ শেষ ওভারে তখন দরকার আর মাত্র ৮ রানের। যা সহজেই তুলে নেয় বাংলাদেশ। আর তাতেই ৯ বছর পর টি-টোয়েন্টিতে শ্রীলংকার বিপক্ষে জয় পেল বাংলাদেশ।
বাংলাদেশের দুর্দান্ত এই জয়ের পেছনে সবচেয়ে বড় নিগার সুলতানা জ্যোতির। অনবদ্য ফিনিশিংয়ে এক বল হাতে রেখেই কাঙ্খিত জয় পায় বাংলাদেশ। ৫১ বলে অপরাজিত ৭৫ রানের অনবদ্য এক ইনিংস খেলেছেন বাংলাদেশের অধিনায়ক।
সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে মঙ্গলবার অধিনায়কের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলংকাকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ১৪৬ রানের লক্ষ্য এক বল আগেই ছুঁয়ে ফেলেছে নিগারের দল।
দারুণ ফিফটিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নিগার। চার নম্বরে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে করেছেন ৭৫ রান। ৫১ বলের ইনিংস সাজিয়েছেন ৭ চার ও ২ ছয়ে।
শেষবার ২০১৪ সালে ঘরের মাঠে বিশ্বকাপে শ্রীলংকাকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর টানা ৭ ম্যাচে লংকানদের বিপক্ষে জয়ের দেখা পায়নি টাইগ্রেসরা। ৮ম ম্যাচে এসে ঘুচল জয়ের আক্ষেপটা