রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন জিগারুল ইসলাম জিগার। তার সঙ্গে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাসুদ নাসির।
বুধবার (১০ মে) দুই বছরের জন্য ক্লাবের নেতৃত্ব নির্বাচন করেছেন সদস্যরা। উপজেলা সদর ইছাখালীস্থ প্রেস ক্লাব কার্যালয়ে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও প্রেস ক্লাবের স্থায়ী সদস্য মোহাম্মদ ইলিয়াছ তালুকদার।
নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন— সহসভাপতি আব্বাস হোসাইন আফতাব, সহ সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন চাকমা, অর্থ ও দপ্তর সম্পাদক জগলুল হুদা, নির্বাহী সদস্য আকাশ আহমেদ ও নুরুল আবছার চৌধুরী।
দ্বি-বার্ষিক নির্বাচনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াছ তালুকদার।
এতে বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ আলী, আকাশ আহমেদ, পান্থ নিবাস বড়ুয়া, জিগারুল ইসলাম জিগার, এম এ কোরেশী শেলু, মাসুদ নাসির, নুরুল আবছার চৌধুরী, শান্তি রঞ্জন চাকমা, আব্বাস হোসাইন আফতাব, জগলুল হুদা, আরিফুল হাসনাত, মোয়াজ্জেম হোসেন কায়সার ও জাহেদুল ইসলাম আরিফ প্রমুখ।