spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদঅন্যান্যসোলায়মান শেঠকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান ‘পূর্ব নাসিরাবাদ বঙ্গবন্ধু সচেতন ছাত্র পরিষদ’র

সোলায়মান শেঠকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান ‘পূর্ব নাসিরাবাদ বঙ্গবন্ধু সচেতন ছাত্র পরিষদ’র

spot_imgspot_imgspot_imgspot_img

বাংলাধারা প্রতিবেদন »

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব, বিশিষ্ট সাংবাদিক মহসীন কাজীর সাথে চট্টগ্রাম ওয়াসার বোর্ড সভায় ঔদ্ধত্যপূর্ন আচরণ ও সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় সোলায়মান আলম শেঠকে প্রকাশ্যে ক্ষমা চচাওয়ার আহবান জানিয়েছে পূর্ব নাসিরাবাদ বঙ্গবন্ধু সচেতন ছাত্র পরিষদ।

বুধবার (২৯মে) পরিষদের সভাপতি এডভোকেট দাউদুল ইসলাম ডেনী ও সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী এক বিবৃতিতে এ আহবান জানান।

বিবৃতিতে সোলায়মান আলম শেঠের আচরণের নিন্দা জানিয়ে তাকে ক্ষমা চাওয়ার আহবান জানানো হয়। বিবৃতিতে তারা বলেন, বিশিষ্ট সাংবাদিক মহসীন কাজীর সাথে একজন ভূমিদস্যুর এমন আচরণ কষ্টকর ও দুঃখজনক। এই ঠকবাজ ও প্রতারক পুরো সাংবাদিক সমাজের মর্যাদায় আঘাত করেছেন তা কোনভাবে মেনে নেওয়া যায় না।। চট্টলার মাটি থেকে এই দস্যুদের প্রতিরোধ করা প্রয়োজন।

তারা বলেন, অবিলম্বে ভূমিদস্যু সোলায়মান আলম শেঠকে প্রকাশ্যে ক্ষমা প্রাথর্না করতে হবে না হলে তাকে চট্টলার মাটিতে অবাঞ্চিত ঘোষণা করা হবে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

spot_img

সর্বশেষ