বাংলাধারা প্রতিবেদন »
নগরীর বিভিন্ন মার্কেটে আইন শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মাহাবুবর রহমান।
বুধবার (২৯মে) নগরীর ফিনলে স্কয়ার শপিং কমপ্লেক্স, নিউমার্কেট বিপনী বিতান, রিয়াজউদ্দিন বাজার, তামাকুন্ডলেইন পরিদর্শন করেন তিনি।
বিভিন্ন মার্কেট পরিদর্শনকালে কমিশনার মার্কেটগুলোর ব্যবসায়ী, শ্রমিক এবং ক্রেতা সাধারনের সাথে মত বিনিময় করেন। ক্রেতা বিক্রেতা ও মার্কেট সমিতির কোন সমস্যা আছে কিনা জানতে চান।
এসময় তিনি বলেন, নগরীর প্রতিটি মার্কেটের ভেতরে এবং আশাপাশে আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা পুলিশ নিয়োগ দেয়া হয়েছে। নগরবাসী যাতে নিশ্চিন্তে শপিং করতে পারে এবং উৎসব মূখর পরিবেশে পবিত্র ঈদ উৎসব করতে পারে সেজন্য সকল প্রকার আইনগত সহযোগীতা প্রদান করা হবে।
ছিনতাই, প্রতারনা, জালটাকাসহ যে কোন ধরনের অপরাধ সংক্রান্তে দ্রুত পুলিশকে জানানোর আহবান জানিয়ে সিএমপি কমিশনার জানান নগরবাসীকে সহায়তায় পুলিশ একটি কলের দুরত্বে আছে।
বাংলাধারা/এফএস/এমআর