বাংলাধারা ডেস্ক : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে দগ্ধ হয়ে হাসিনা বেগম(৫০) নামে এক নারী নিহত হয়েছে। আহত হয়েছে মো. ইব্রাহিম আহত নামের এক ফায়ার সার্ভিস কর্মী।
রোববার (১৪ মে) সকাল ১০টায় চান্দগাঁও থানার ৬ নম্বর পূর্বষোলশহর এক কিলোমিটার এলাকার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রত ঘটনাস্থলে পৌছায়। প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত সাপেক্ষে ক্ষয় ক্ষতির পরিমান নির্ণয় করা সম্ভব হবে।
বিস্তারিত ভিডিওতে: https://fb.watch/kwngY11ulb/