spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রাম১ হাজার রোগীকে ‘এইম’ এর ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

১ হাজার রোগীকে ‘এইম’ এর ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

spot_imgspot_imgspot_imgspot_img

নিজস্ব প্রতিনিধি : এক হাজারের অধিক রোগীকে ফ্রিতে চিকিৎসা সেবা দিয়েছে এইম ফাউন্ডেশন। গতকাল শনিবার (১৩ মে) চট্টগ্রামের ফতেহাবাদ বটতল এলাকায় এই চিকিৎসা সেবা দেওয়া হয়। এসময় নানান রোগের জন্য ২৪ জন বিশেষজ্ঞ ডাক্তার রোগী দেখেন। এদিন রোগী দেখার পাশাপাশি সংগঠন থেকে ফ্রি মেডিসি সেবাও প্রদান করা হয়।

এইম ফাউন্ডেশনের ফাউন্ডার মেম্বার ডা আহমেদ রিজোয়ানুল আনোয়ার মাশরাফি বলেন, আমরা ৩ বছর ধরে গরিব, অসহায় রোগী নিয়ে কাজ করে আসছি। প্রায় ৬৫ জন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, আইনজীবী , ব্যাংকার নিয়ে আমাদের এই সংগঠন।

ফাউন্ডার মেম্বার ডা মোহাম্মদ ইসমাঈল বলেন, এইম ফাউন্ডেশনের সামনে আরো প্রোগ্রাম করার পরিকল্পনা আছে।

এদিন আথিতেয়তা করেন ফাউন্ডেশনের ট্রেজারার মোহাম্মদ ইফতেখার আলম ও তার পরিবার। সার্বিক সহযোগিতা করেছেন মোহাম্মদ খোরশেদ আলম ও তার পরিবার।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ