বাংলাধারা ডেস্ক »
ঈদকে সামনে রেখে চট্টগ্রাম শিপিং অপারেশনাল্স ক্লাবের উদ্যোগে আগ্রাবাদস্থ শাহ মজিদিয়া খাজা গরীবে নেওয়াজ এতিমখানার শিক্ষার্থীদেও মধ্যে ঈদ বস্ত্র বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয়।
বুধবার (২৯ মে) সকালে ক্লাবের পক্ষ থেকে শিক্ষার্থীদের উপস্থিতিতে মাদাসা সুপার মাওলানা নূরুল হুদার নিকট নগদ অর্থ ও ঈদ বস্ত্র তুলে দেয়া হয়।
এদিকে বিকালে ক্লাবের সদস্যদের অংশগ্রহনের মধ্য দিয়ে নগরীর আগ্রাবাদস্থ একটি রেস্টুরেন্টে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক অলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম শিপিং অপারেশনাল্স ক্লাবের উক্ত আয়োজনে ক্লাবের কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় নেতৃবৃন্দ বলেন, নিজেদের পেশাগত আন্তঃযোগাযোগ বৃদ্ধি ও সমাজের অবহেলিত মানুষের জন্য কাজ করার দৃঢ় প্রত্যয়ে এ সংগঠন আগামীতে আরো সেবামূলক কাজ করে যাবে। এতে সকলের সম্মিলিত অংশগ্রহণ জরুরী বলে নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেন। পরে দেশের শান্তি সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
বাংলাধারা/এফএস/এমআর