বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বিজিবির সোর্স জহুর আলম হত্যা মামলায় ৪ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৫ মে) সকালে অভিযান চালিয়ে ঘুমধুম জলাইতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় হত্যাকান্ডে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, রোহিঙ্গা শরণার্থী কালুর ছেলে আমান উল্লাহ (৩৫), হারুনুর রশিদের ছেলে জাহাঙ্গীর আলম (৩২), ছৈয়দ আলমের ছেলে মোহাম্মদ ইসমাঈল (২৮) ও নুরুল ইসলামের ছেলে জমির উদ্দিন (২৮)।
বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) টানটু সাহা বলেন, বিজিবি সোর্স জুহুর হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িত ১১ জন আসামীর মধ্যে ৪ জনকে আটক করা হয়েছে। অন্য আসামীদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ১৩ মে শনিবার ঘুমধুম সীমান্তের ৩৩ নম্বর পিলার এলাকায় বিজিবি সোর্স জুহুর আলমকে হত্যা করা হয়। এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।