spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামপর্যটকদের জন্য নিষিদ্ধ হলো মিরসরাইয়ের 'মেলখুম'

পর্যটকদের জন্য নিষিদ্ধ হলো মিরসরাইয়ের ‘মেলখুম’

spot_imgspot_imgspot_imgspot_img

মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে ভয়ঙ্কর ‘মেলখুম’ গিরিপথে পর্যটকরা প্রবেশ না করতে বিভিন্ন কর্মসূচি পালন করছে বনবিভাগের কর্মকর্তারা।

সোমবার (১৫ মে) দুপুরে মেলকুম গিরিপথে কয়েকজন বনবিভাগের কর্মকর্তা পর্যটকদের গিরিপথে যেতে নিষেধ করে।

কেউ কেউ শুনলেও অনেক পর্যটক অন্য সড়ক ব্যবহার করে মেলখুম গিরিপথে পৌঁছায়। পাহাড়ের মধ্যে বনবিভাগের বিভিন্ন ব্যানারে সতর্কীকরণ বিজ্ঞপ্তি লেখা দেখা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, এটি সম্পূর্ণ রিজার্ভ বনভূমি। মেলখুম মূলত বিপদজনক ঝর্ণা নামে পরিচিত। অনেক পর্যটক এখানে এসে হারিয়েছেন পথ। উদ্ধার হয়েছেন জরুরী সেবা ৯৯৯ এর সহয়তায়।

স্থানীয় বাসিন্দা আবুল হোসেন জানায়, এটি অনেক ভয়ঙ্কর পথ। ছোটবেলায় আমরা মাছ শিকার করতাম। মেললতা দিয়ে চরায় বাধ দিলে অনেক মাছ পাওয়া যেতো তখন।

তিনি আরো বলেন, ‘এই পথে উপজাতিরা চলাচল করতেন। একটু বেখেয়াল হলেই হারিয়ে যায় পথের দিশা।

মিরসরাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা শাহ নেওয়াজ নওশাদ বলেন, ‘এটি বনবিভাগের রিজার্ভ জায়গা। জনসাধারণ প্রবেশ নিষেধ থাকলেও কেউ কেউ তা মানছে না। আমরা বিভিন্ন সময় ব্যানার ফেস্টুন সতর্কীকরণ বিজ্ঞপ্তি লেখা দিয়ে সর্তক করছি। বিট কর্মকর্তারা সবসময় পর্যটকদের মেলকুম গিরিপথে যাওয়ার জন্য নিষেধ করছেন।’

আরও পড়ুন

spot_img

সর্বশেষ