spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শুক্রবার, ২ জুন ২০২৩
প্রচ্ছদশিক্ষাচবিতে দশ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থীকে পানি পান করালো কোয়ান্টাম মেডিটেশন

চবিতে দশ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থীকে পানি পান করালো কোয়ান্টাম মেডিটেশন

spot_img

চবি প্রতিনিধি : তীব্র গরম আর শরীর ঝলসানো রোদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগত দশ হাজার ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের বিনামূল্যে বিশুদ্ধ পানি পান করিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি।

গত ৬ মে (শনিবার) থেকে শুরু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিন গুলো ও আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রথম দিনে দুপুর ১টা পর্যন্ত দশ হাজার মানুষকে বিনামূল্যে পানি পান করায় সেচ্ছাসেবী এই সংগঠনটি। বাকি ভর্তি পরীক্ষার দিন গুলোতেও এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।

প্রসঙ্গত, কোয়ান্টাম মেথড ফাউন্ডেশনের শাখা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি ১৯৯৯ সালে যাত্রা শুরু করে। বিশুদ্ধ পানি পান করানো, পরিচ্ছন্নতামূলক কাজ, এম্বুলেন্স সেবা ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা প্রদানের মধ্য দিয়ে প্রতিবছরের ন্যায় এ বছরও ভর্তি পরীক্ষায় চার ধরনের সেবামূলক কাজ করছে সেবামূলক সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি। সংগঠনটি বিশ্ববিদ্যালয়ে সেবামূলক ও শিক্ষার্থীদের আত্মউন্নয়নমূলক কাজ করে থাকে। ১৯৯৯ সালে যাত্রা শুরু করে এখন পর্যন্ত বিনামূল্যে সেবা প্রদান করে আসছে সংগঠনটি।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ