বাংলাধারা প্রতিবেদন »
নগরীর কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক শিক্ষার্থী আহত হয়েছেন।
বুধবার (২৯মে) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ। আহত ফারহান নিঝুম (২৩) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-র ঢাকায় পড়াশোনা করছেন। নোয়াখালীর মাইজদীর এ বি এম মহিউদ্দীনের ছেলে ফারহান বর্তমানে নগরীর মেট্রোপলিটন হসপিটালে চিকিৎসাধীন আছেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, ট্রেন থেকে নেমে সিএনজি অটোরিকশায় চড়ে লালখান বাজার এলাকায় নিজের বাসায় যাচ্ছিলেন ফারহান। পলোগ্রাউন্ড এলাকায় রাত সাড়ে ৯টার দিকে সিএনজি অটোরিকশাটি থামিয়ে তাকে বাম পায়ে পাঁচটি ছুরিকাঘাত করে তার দুইটি মোবাইল ও ২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।
ওসি মহসিন বলেন, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ।
বাংলাধারা/এফএস/এমআর