spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামদীঘিনালায় আগুনে পুড়ে ছাই অর্ধশত দোকান!

দীঘিনালায় আগুনে পুড়ে ছাই অর্ধশত দোকান!

spot_imgspot_imgspot_imgspot_img

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালায় আগুনে পুড়ে গেছে ৫০ টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান। মঙ্গলবার রাত ১ টার দিকে দীঘিনালার বাস টার্মিনাল সংলগ্ন দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় পুড়ে ছাই হয়ে যায় সব ক’টি দোকান ও মালামাল। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে আগুন লাগার জানা না গেলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১ টার দিকে বাস টার্মিনাল সংলগ্ন একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী ধরে জ্বলে এ আগুন। এতে পুড়ে যায় ৫০ টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন, দোকানগুলোত বাস টার্মিনাল এলাকায় হওয়ায় প্রতিদিন বেচাকেনা হতো। খাবারের দোকান, কুলিং কর্নার, ক্রোকারিজ, মুদিমাল, ওষুধের দোকানসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ছিল। সবকটি দোকানেই মালামাল ভর্তি থাকায় আর্থিক ক্ষতির পরিমাণটা কয়েক কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ