spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শুক্রবার, ২ জুন ২০২৩
প্রচ্ছদশিক্ষাশিক্ষার্থীদের দেড় ঘন্টা অবরোধে চবি ক্যাম্পাসে আটকে ছিল ভর্তি পরীক্ষার্থীরা

শিক্ষার্থীদের দেড় ঘন্টা অবরোধে চবি ক্যাম্পাসে আটকে ছিল ভর্তি পরীক্ষার্থীরা

spot_img

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাড়তি ভাড়া আদায় ও খাবারের দাম বৃদ্ধিসহ মোট পাঁচটি সমস্যার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অবরোধ করে সাধারণ শিক্ষার্থীরা। এতে প্রায় দেড় ঘন্টা ক্যাম্পাসের মধ্যে অবরুদ্ধ ছিল ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের কয়েকটি বাস ও অন্যান্য পরিবহন।

বুধবার (১৭ মে) সন্ধ্যা ৮টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূল ফটকে তালা লাগিয়ে অবরোধ করে রাখে। এসময় তারা রাস্তায় আগুন জ্বালায় ও বিভিন্ন স্লোগান দিতে থাকে।

দূর দূরান্ত থেকে আসা পরীক্ষার্থী ও অভিভাবকেরা দেড় ঘন্টার অবরোধে চরম ভোগান্তির শিকার হোন।

ঘটনাস্থলে পৌঁছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনার পর শিক্ষার্থীদের যৌক্তিক দাবী মেনে নেন। দাবি মেনে নিয়ে শিক্ষার্থীদের সমস্যার সমাধান করার আশ্বাস দিলে রাত সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ