ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ জয়ের পর এ বছরের জুনেই বাংলাদেশে আসার কথা ছিলো বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। এ সফরের আলোচনা এগিয়েছিলো ভালোই। কিন্তু বাফুফে থেকে কিছু সমস্যা এবং স্টেডিয়াম সংকটের কারণে আলবিসেলেস্তেদের জুনে সফর সম্ভব হয়নি। তবে বাংলাদেশ সফর বাতিল হলেও এশিয়া ট্যুরে আসছে মেসির দল, এবং চূড়ান্ত হয়েছে প্রতিপক্ষ।
বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর ইতমধ্যে দুটি আর্ন্তজার্তিক ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। যেখানেও জয়ের দেখা পায় লাতিন আমেরিকার দেশটি। এবার আবারও প্রীতি ম্যাচ খেলতে এশিয়ার মাঠে নামছে লা পুলগারা। তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও ইন্দনেশিয়া, টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে বিষটি জানায়।
দুঃস্বপ্নের মত শুরু হওয়া কাতার বিশ্বকাপ আর্জেন্টিনাকে এনে দিয়েছে ৩৬ বছরের সবচেয়ে সোনালি অর্জন। প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনো বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর আলবিসেলেস্তে ফুটবল দল। রোমাঞ্চিত রয়েছে আলবিসেলেস্তে সমর্থকরা।
আর সমর্থকদের সাথে এ রোমাঞ্চ ভাগাভাগি করতেই আগামী মাসে তারা চীনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে এবং তারপর ইন্দোনেশিয়া সফর করবে। লিওনেল স্কালোনির দল এবারেই প্রথমে অস্ট্রেলিয়ান দলের মুখোমুখি হবে ১৫ জুন বেইজিং, চীনে। এরপর, ১৮ কিংবা ১৯ জুন বিশ্ব চ্যাম্পিয়নরা ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে।
তবে আগামী বিশ্বকাপের জন্য দক্ষিণ আমেরিকান বাছাইপর্ব শুরু হওয়ার আগে এই দুটি প্রীতি ম্যাচই হবে আর্জেন্টিনা জাতীয় দলের শেষ ম্যাচ। অন্যদিকে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজিত হবার কথা ছিল ইন্দোনেশিয়ায়। তবে বিশেষ কারণে দেশটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে টুর্নামেন্টটি। তাই বিশ্বকাপের ক্ষতি কাটিয়ে উঠতেই মেসিদের ম্যাচ আয়োজন করতে চায় তারা।