পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে বলেই প্রত্যান্ত দুর্গম অঞ্চলে সৌরবিদ্যুৎ আলোতে আলোকিত হয়েছে।
শুক্রবার (১৯মে) সকালে আলীকদম চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি থেকে তিনি এসব মন্তব্য করেন।
এসময় ২নং চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
তিনি বলেন, বর্তমানে দুর্গম পার্বত্য এলাকাগুলোতে সোলারের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছানোর কারণে সেখানকার মানুষ দুর্গমতা কাটিয়ে সুযোগ-সুবিধা ভোগ করতে পারছে। যা পার্বত্যবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। তাই আগামীতে যেসব দুর্গম দুর্গম এলাকায় সোলার বিদ্যুৎ পৌছায়নি সেসব এলাকাইয় সৌরবিদ্যুৎতের মাধ্যমে আলোকিত করা হবে।
এসময় দুর্গম এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বাস্তবায়নের ২য় পর্যায় শীর্ষক প্রকল্পের চৈক্ষ্যং ইউনিয়নের ৩শত ৩৮ পরিবার মাঝে বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ করেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, সোলার প্যানেল বাস্তবায়ন ও প্রকল্প পরিচালক উপ-সচিব মোঃ হারুন অর রশীদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছিন বীন আরাফাত, স্থানীয় সরকার উপ-পরিচালক লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, জেলা পরিষদের সদস্য দুংড়ি মং মার্মা, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবের মোঃ সোয়াইব, আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির সরকার, আলীকদম উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ জামাল উদ্দীন এমএ,সিঃ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অংশৈ থোয়াই মার্মাসহ বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।