নানা কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ চট্টগ্রাম জেলার নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির (২০২৩-২০২৫) অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৯ মে) চট্টগ্রাম বিজ্ঞান পরিষদ ভবনে নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির এ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।
অধ্যাপক ডা. দেবব্রত ভট্টাচার্যের সভাপতিত্বে ও প্রভাষক ডা. মো. এনামুল হক এনামের সঞ্চালনয় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ (বাহোপ) কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম জেলার প্রধান পৃষ্ঠপোষক অধ্যক্ষ ডা. আব্দুল করিম। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাহোপ চট্টগ্রাম জেলার প্রধান উপদেষ্টা ডা. সালেহ আহমেদ সুলেমান।
অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাহোপ কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা. অঞ্জন কুমার দাশ ও সহসভাপতি ডা. মৃদুল কান্তি দে।
নতুন কমিটিতে দায়িত্ব নেওয়ায় সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রচার সম্পাদক ডা.আব্দুর রাজ্জাকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এসময় ডা. আব্দুর রাজ্জাক তাঁর প্রতিক্রিয়ায় জানান, হোমিওপ্যাথ প্রশিক্ষণ ও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এ সংগঠনকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেহনুমা সুখীসহ আরো অনেকেই।
প্রসঙ্গত, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ চট্টগ্রাম জেলা সংগঠনটির যাত্রা শুরু করে ১৯৭০ সালে।