সৌদি আরবে গলায় ফাঁস দিয়ে সাদ্দাম হোসেন (২৯) নামে এক প্রবাসী আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৯ মে) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার সময় সৌদি আরবের নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
সাদ্দাম হোসেন মিরসরাই উপজেলার ওচমানপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর মরগাং এলাকার বনাই মেম্বার বাড়ির দিল মোহাম্মদ বনাইয়ের ছোট ছেলে।
সাদ্দামের ভাগিনা আকবর বাদশা রিংকু ভূঁইয়া বলেন, পরিবারের আর্থিক অবস্থা দূর করার জন্য ৩-৪ বছর আগে আমার মামা সৌদি আরবে পাড়ি জমান। সেখানে বাংলাদেশি এক কোম্পানির আন্ডারে ওয়েলডিং কাজ করতো। আমার মামার (সাদ্দাম) সাথে ফরিদপুরের একটা মেয়ের সাথে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিলো। শুক্রবার বিকালে নানাকে ফোন দিয়ে বলে ওই মেয়েটার বাড়িতে যাওয়ার জন্য। আমার খালারা যেতে নিষেধ করায় এটা নিয়ে ঝগড়া হয়েছিলো। রাতে খবর পায় মামা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
তিনি আরও বলেন, ছেলের মৃত্যুর খবর শুনে বাবা-মা দু’জনে অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে সাদ্দামের লাশ সৌদি আরবের পুলিশ হেফাজতে রয়েছে। লাশ দেশে আনার প্রস্তুতি চলছে।
ওচমানপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য তোফাজ্জল হোসেন ভূঁইয়া জানান, প্রবাসী সাদ্দাম হোসেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর শুনেছি। কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানি না। লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।