আন্তর্জাতিক ডেস্ক : জাপানে জি-৭ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে তাকে ইউক্রেনের শান্তি ফর্মূলায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
টেলিগ্রামে জেলেনস্কি বলেছেন, মোদীর সঙ্গে তার বৈঠকে ইউক্রেনে ভ্রাম্যমাণ হাসপাতালের প্রয়োজনীয়তা নিয়েও তারা আলাপ করেছেন।
রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটিই জেলেনস্কির সঙ্গে মোদীর প্রথম সরাসরি বৈঠক।
জি৭ শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ডাক পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। আর বিশেষ অতিথি হিসাবে জাপানে গেছেন জেলেনস্কি।
জি-৭ সম্মেলনের ফাঁকে শনিবারের দ্বিপক্ষীয় বৈঠকে জেলেনস্কির সঙ্গে ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও। প্রধানমন্ত্রীর দফতর থেকে বৈঠকের ছবি পোস্ট করা হয়।