চট্টগ্রাম নগরীর মাঝিরঘাটের একেখান কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে ৪০ লাখ টাকার জাটকা জব্দ করেছে জেলা প্রশাসন। শনিবার (২০ মে) দিবাগত রাতে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্ব একটি টিম এ অভিযান পরিচালনা করে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একেখান কোল্ড স্টোরেজ থেকে ২৫ টন জাটকা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য আনুমানিক ৪০ লাখ টাকা। এসব জাটকা পরে এতিমদের মাঝে বিলিয়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, অভিযানে কোল্ড স্টোরেজের ম্যানেজার চন্দন দে’কে আটক করা হয়েছে। নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত জাটকা ধরা, সংরক্ষণ ও বিক্রয় করা নিষেধ। ২৫ সে মি এর ছোট দৈর্ঘ্যের এ সকল ইলিশ আমাদের সম্পদ। এই মাছগুলো বড় হলে দেশের ইলিশের চাহিদা মিটিয়ে বিদেশেও বিক্রি করা সম্ভব। জাটকা সংরক্ষণে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।