চলতি হজ মৌসুমে চট্টগ্রাম থেকে হজের প্রথম ফ্লাইট যাত্রা করবে মঙ্গলবার। বাংলাদেশ বিমানের ২২টি ডেডিকেটেড ফ্লাইট মদিনা ও জেদ্দার উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যাবে।
চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর সূত্রে জানা গেছে, এবছর চট্টগ্রাম থেকে ১০ হাজারের বেশি হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন।
চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরের স্টেশন ম্যানেজার উইং কমান্ডার তাসলীম আহমেদ বলেন, চট্টগ্রাম থেকে ১০ হাজারের বেশি মানুষ এবার হজ পালন করতে যাবেন। হজযাত্রীদের অসুবিধা বা হয়রানিমুক্ত যাত্রা নিশ্চিত করতে আমরা ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছি। চট্টগ্রামের হজ ফ্লাইট ২৩ মে ভোর ৫টা থেকে শুরু হবে। ২২টি ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে চট্টগ্রামের হজযাত্রীদের সৌদি আরব নেয়া হবে।