spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ১০ জুন ২০২৩
প্রচ্ছদজাতীয়জেদ্দায় পৌঁছাল বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট

জেদ্দায় পৌঁছাল বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট

বাংলাধারা ডেস্ক
spot_img

চলতি হজ মৌসুমের প্রথম হজ ফ্লাইট বিজি-৩০০১ সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে। স্থানীয় সময় শনিবার (২০ মে) সকাল ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দরে পৌঁছায়। বাংলাদেশ বিমান সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে বাংলাদেশ সময় ভোর ৩টা ৩৫ মিনিটে ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। ফ্লাইটটিতে প্রায় ৪১৫ জন যাত্রী ছিলেন।

এদিকে হজ ফ্লাইট ছেড়ে যাওয়ার সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজিমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমান বন্দরে উপস্থিত থেকে হজযাত্রীদের বিদায় জানান।

এসময় বিমান প্রতিমন্ত্রী সম্মানিত হজযাত্রীদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সুখ, শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি অব্যাহত থাকার জন্য দোয়া কামনা করেন।

প্রসঙ্গত, শুক্রবার (১৯ মে) হজ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ