চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে একটি বসতঘর। রোববার (২১ মে) সকাল ১১ টার দিকে বোয়ালখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী ডুলার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো.এনামুল হক ভূঁইয়া জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মো.জাফরের বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন তিনি।