চট্টগ্রামের আনোয়ারায় কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে খুন হন ফাতেমা বেগম (৪৫)। এ ঘটনায় নিহত নারীর ভাই মোহাম্মদ আমিন বাদী হয়ে আনোয়ারা থানায় হত্যা মামলা দায়ের করলে তার ছায়া তদন্তে নেমে তিনজনকে আটক করেছে র্যাব।
শুক্রবার (১৯ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরের বন্দর থানাধীন ঈশান মিস্ত্রীর হাট এলাকার ভাড়া বাসা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— আনোয়ারা উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুলালপাড়া আজিজ মেম্বার বাড়ির বাসিন্দা রেজাউল করিম (৩৫), নাসিমা আকতার (৩৪), ছখিনা খাতুন (৫০)।
র্যাব জানায়, গত ১৭ মে কলাগাছের পাতা কাটার তুচ্চ ঘটনাকে কেন্দ্র করে বিরোধে জড়িয়ে পড়ে তারা। এক পর্যায়ে চাচাতো ভাই রেজাউল, তার স্ত্রী, শাশুড়ি এবং আরও ৩ থেকে ৪ জন সহযোগী পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে লোহার রড, লাঠি নিয়ে হামলা চালায়। এসময় আসামিদের এলোপাতাড়ি আঘাতে মাথা, বুক এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। গুরুতর আহতাবস্থায় ভাই ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা খুনের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।