spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শুক্রবার, ২ জুন ২০২৩
প্রচ্ছদপার্বত্য অঞ্চললামায় বালু তোলার মেশিন পুড়িয়ে দিল উপজেলা প্রশাসন

লামায় বালু তোলার মেশিন পুড়িয়ে দিল উপজেলা প্রশাসন

spot_img

লামা প্রতিনিধি »

বান্দরবানের লামায় বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলন ও পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৩০ মে) সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা ছড়ায় ড্রেজার ও শেল মেশিন দিয়ে বালু তোলার সময় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা এই অভিযান পরিচালনা করেন।

সূত্র জানায়, দীর্ঘদিন যাবৎ হারগাজার ছড়া থেকে অবৈধভাবে বালু তুলে আসছিল কয়েকটি চক্রটি। এতে করে ছড়ার দু’পাড় ভেঙ্গে যাচ্ছে এবং বিলে গর্ত করে বালু তোলার কারণে পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) এ অভিযান পরিচালনা করেন। এ সময় মালিকানাবিহীন বালু উত্তোলনের মেশিন ও পাইপ জব্দ করা হয়। পরে মেশিনটি আগুনে পুড়িয়ে দেয়া সহ পাইপ গুলো নষ্ট করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ইশরাত সিদ্দিকা বলেন, বালু খেকোদের হাত থেকে পরিবেশ রক্ষার জন্য অভিযান পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

spot_img

সর্বশেষ