spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ২৯ মে ২০২৩
প্রচ্ছদকক্সবাজাররোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেফতার

spot_img

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ১টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও ১টি শর্ট গানের কার্টুজসহ আরসার সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে এপিবিএন সদস্যরা। রবিবার (২১ মে) রাতে উখিয়ার ক্যাম্প-৯ ব্লক-আই/২ এফসিএন: ১০০৪৪৩ এর বসতঘর থেকে অস্ত্র-গুলিসহ তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ৮ এপিবিএনর সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমদ।

গ্রেফতার রহমত কবির (২০) উখিয়ার ক্যাম্প-৯ ব্লক-আই/২ এর আমির মুল্লুকের ছেলে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমদ জানান, গোপন সংবাদে খবর আসে উখিয়ার পানবাজারের ক্যাম্প-আই/২ ব্লকের বসবাসরত রহমত কবির নামে এক রোহিঙ্গা ক্যাম্পে নাশকতা করার লক্ষে অস্ত্রসহ অবস্থান করছে। এ সংবাদে ৮ এপিবিএন পুলিশ পানবাজার ক্যাম্পের একটি টিম উক্ত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত কবির আরসার সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ