চট্টগ্রামের মিরসরাইয়ে মোঃ ইউসুফ (৩৫) নামের এক মাদক কারবারিকে ৫০ লিটার দেশীয় চোলাই মদ সহ আটক করেছে পুলিশ। রোববার (২১মে) আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়।
এরআগে শনিবার দিবাগত রাতে মিরসরাই উপজেলার সদর ইউনিয়নের উত্তর গড়িয়াইশ মহামায়া লেক রোডে মোঃ শাহজাহান এর কুলিং কর্ণার দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
আটক আসামি জোরারগঞ্জ থানার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দূর্গাপুর গ্রামের মজিবুল হকের পুত্র। বর্তমানে আসামি মিরসরাই সদর ইউনিয়নের গরিয়াইশ এলাকার ভাড়া বাসায় থাকতো।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহামায়া লেক রোডের শাহজাহান এর কুলিং কর্ণার দোকানের সামনে অভিযান চালিয়ে ৫০ লিটার দেশীয় চোলাই মদ সহ ইউসুফকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রিয়াজ হোসেন ও নুর নবী নামের আরো দুই আসামি পালিয়ে যায়।