spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
রবিবার, ১১ জুন ২০২৩
প্রচ্ছদবন্দর নগরীএবার মুড়ির মোয়ার ভিতরে ইয়াবা

এবার মুড়ির মোয়ার ভিতরে ইয়াবা

নিজস্ব প্রতিবেদক
spot_img

কখনো শরীরের ভিতর, কখনো জুসের প্যাকে কখনো ফলমূলের ভেতর ইয়াবা পাচারের পর এবার মুড়ির মোয়ায় ইয়াবা পাচারকালে প্রীয়োতোষ মজুমদার (৫০) নামের এক ইয়াব কারবারিকে আটক করেছে র‌্যাব। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী অংশে চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কছে থেকে মুড়ির মোয়ার ভেতর কৌশলে লুকানো ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত প্রিয়তোষ আনোয়ারা উপজেলার মধ্যম বারখাইনের মানিক মজুমদারের ছেলে।

সোমবার (২২ মে) র‌্যাব ৭-এর চান্দগাঁও ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান বাংলাধারাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারের খবর পেয়েচট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানা অংশে চেক পোস্ট বসিয়ে যাত্রীদের শপিং ব্যাগ চেক করি। এসময় প্রিয়োতোষ নামের এক যাত্রীর ব্যাগে থাকা মোয়ার ওজন নিয়ে সন্দেহ হলে ১টি মোয়া ভেঙে দেখা যায় তার ভেতরে পলিথিন ও স্কচটেপ দ্বারা বিশেষ পদ্ধতিতে ইয়াবা সংরক্ষণ করে রাখা আছে।। এসময় মোয়ার ভেতর লুকিয়ে রাখা ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩৬ লক্ষ টাকা।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রিয়তোষ দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে স্বল্পমূল্যে মাদকদ্রব্য কিনে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে পাইকারী ও খুচরা বিক্রি করে আসছে বলে স্বীকার করে।

আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ