চট্টগ্রামের আনোয়ারায় এক গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে কথিত প্রেমিকসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব বিল এলাকায় এক পরিত্যক্ত ঘরে এ সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগী গার্মেন্টসকর্মীর মা বাদী হয়ে আনোয়ারা থানায় ধর্ষণ মামলা দায়ের করলে অভিযুক্তদের গ্রেফতার করা হয় বলে জানান আনোয়ারা থানার ওসি মির্জা মুহাম্মদ হাছান।
গ্রেফতারকৃতরা হলো— রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া আপাজ উল্লাহ মাঝির বাড়ীর মো: শাহানুর ছেলে রাসেল (২৫), ফকির পাড়া এলাকার মোঃ নুরুল আলমের ছেলে আরিফ (২৬), চুল্লা জামাইর বাড়ির আব্দুল হামিদের ছেলে মোঃ শাকিল উদ্দিন টিটু (২০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গার্মেন্টসকর্মী সিএনজি যোগে আসা-যাওয়ার সুবাদে চালক রাসেলের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২০ মে সন্ধ্যায় ফ্যাক্টরী ছুটির পর সিএনজিতে উঠলে চালক আরিফ ও তার বন্ধু রাসেল কৌশলে মেয়েটিকে রায়পুর পূর্বের বিলে পরিত্যাক্ত বুড়ির ঘরে নিয়ে গিয়ে হাত ও মুখে কাপড় বেঁধে পালাক্রমে রাত ২টা পর্যন্ত ধর্ষণ করে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মুহাম্মদ হাছান বলেন, ধর্ষণের শিকার মেয়েটির মায়ের অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে কথিত প্রেমিকসহ তিন জনকে গ্রেফতার করেছি। তাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।