spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ৩ জুন ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামরাঙ্গুনিয়ায় ভূমি সপ্তাহ উদ্বোধন

রাঙ্গুনিয়ায় ভূমি সপ্তাহ উদ্বোধন

রাঙ্গুনিয়া প্রতিনিধি
spot_img

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে। সোমবার (২২ মে) থেকে শুরু হয়ে চলবে ২৮ মে পর্যন্ত। সোমবার ভূমি সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এসময় কবুতর ও বেলুন উড়িয়ে ভূমি সপ্তাহ’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী। সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিলল্পনা কর্মকর্তা দেব প্রসাদ চক্রবর্তী, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খাইরুল বশর মুন্সি, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, ইউসিসিএ লি: এর চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরী প্রমুখ।

ভূমি সপ্তাহ উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে পাঁচটি বুথে ভূমি উন্নয়ন কর আদায়, ই-নামজারি সেবা, ভূমি বিষয়ক পরামর্শ প্রদান, খতিয়ান (পর্চা) জমির ম্যাপ, ভূমি সংক্রান্ত অভিযোগ গ্রহণসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসেও পৃথক বুথে ভূমি সংক্রান্ত বিশেষ সেবা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ