মিরসরাই প্রতিনিধি »
মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নতরী ৭১ এর ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
‘সবার মাঝে ছড়িয়ে যাক ঈদ আনন্দ’ এ প্রতিপাদ্য সামনে রেখে বৃহস্পতিবার (৩০ মে) খৈয়াছড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ আয়োজন সম্পন্ন হয়। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর ঈদের আনন্দ প্রবল কাজ করে শিশুমনে।
সুবিদাবঞ্চিত ও দরিদ্র শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে স্বপ্নতরীর এ ব্যতিক্রমধর্মী আয়োজন। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করেন ধর্মীয় সম্পাদক মোবারক হোসেন।
স্বপ্নতরী ৭১ এর সভাপতি খান মুহাম্মদ মুস্তফার সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক শাহনেওয়াজ অভির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী, খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হেসেন, স্বপ্নতরী৭১ এর উপদেষ্টা মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ইউসাম সভাপতি মুজাহিদুল ইসলাম, দুর্বার প্রগতি সংগঠনের অর্থ সম্পাদক আল হায়দার, ১২ নং ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফ উদ্দিন, সহ সভাপতি শহিদুল ইসলাম, আলোর দিশারী সংগঠনের সাধারন সম্পাদক আজমল হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, স্বপ্নতরী ৭১ এর সহ-সভাপতি ওমর ফারুক সাকিব। এসময় ১০০ জন সুবিদাবঞ্চিত শিশুর মাঝে ঈদ বস্ত্র বিতরণ করে সংগঠনটি।
বাংলাধারা/এফএস/এমআর