spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ১০ জুন ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামমিরসরাইয়ে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

মিরসরাইয়ে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

মিরসরাই প্রতিনিধি
spot_img

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মিরসরাই উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (২২ মে) বিকেলে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদর প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, সাবেক মেয়র এম শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিহির কান্তি নাথ, সুলতান আবুল মনসুর, যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ দিদার, আবুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন, চেয়ারম্যান সামছুল আলম দিদার, জাহাঙ্গীর হোসাইন মাস্টার, মাহফুজুল হক জুনু, ফজলুল কবির ফিরোজ, মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুন উদ্দিন সহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সহ্রাধিক নেতাকর্মী।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ থেকে বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ