বাংলাধারা প্রতিবেদক : হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি হারুন ইজহার জামিনে মুক্ত হয়েছেন। সোমবার (২২ মে) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি।
হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস আলী গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সোমবার রাতে হারুন ইজহার মুক্ত হয়েছেন। তার বিরুদ্ধে ২৮টি মামলা হয়েছে। সবগুলো মামলাতে তিনি জামিন পেয়েছেন।
২০২১ সালের ২৯ এপ্রিল চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার ঘটনায় করা মামলায় হেফাজতের বিলুপ্ত কমিটির এই হারুন ইজহারকে কারাগারে পাঠানো হয়। চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনজুমান আরার আদালত এ আদেশ দেন।
তার আগের রাতে চট্টগ্রাম নগরীর লালখানবাজার জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-৭।
গ্রেফতারের পর ওই বছরের ২৬ ও ২৭ মার্চ হাটহাজারীজুড়ে হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা তিন মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। মুফতি হারুন ইজহার ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ইজাহারুল ইসলামের ছেলে।
সর্বশেষ গত ৩১ জানুয়ারি চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার ঘটনায় করা মামলায় হারুন ইজাহারকে হাইকোর্ট জামিন দেন। এজন্য পাসপোর্ট জমা রাখার শর্ত দেওয়া হয়। কিন্তু হারুন ইজহারের কোনো পাসপোর্ট না থাকায় কারামুক্তিতে বাধা ছিল না।