spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ৫ জুন ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামআম পাড়াকে কেন্দ্র করে মারামারিতে প্রাণ গেল বৃদ্ধার, গ্রেফতার ২

আম পাড়াকে কেন্দ্র করে মারামারিতে প্রাণ গেল বৃদ্ধার, গ্রেফতার ২

spot_img

চন্দনাইশ প্রতিনিধি : চট্টগ্রামের চন্দনাইশে আম পাড়াকে কেন্দ্র করে মারামারির ঘটনায় বলকিছ খাতুন (৭০) নামে এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে। এতে অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ মে) বলকিছ খাতুনের ছেলে মীর কাশেম (৩৫) বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে কাঞ্চননগর ৬ নম্বর ওয়ার্ড, মাইজ পাড়া এলাকার মৃত ইসমাইলের ছেলে, আলী আছকর (৬৭), আব্দুর রহমান চৌধুরী’র স্ত্রী আমেনা আক্তারকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

গত সোমবার রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড, মাইজ পাড়া এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর ৬ নম্বর ওয়ার্ড, মাইজ পাড়া এলাকায় গত ১৯ মে সকাল ১১ টার সময় আম গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝগড়া ও মারামারিতে এলাকার মৃত সাহেব মিয়া’র স্ত্রী বলকিছ খাতুনের মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে প্রাথমিক চিকিৎসা নেয়। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় গত ২২ মে রাতে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। সংবাদ পেয়ে দ্রুত থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মর্গে পাঠানোর ব্যবস্হা করা হয়েছে। মামলার ভিত্তিতে দুই জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেছেন, সংবাদ পেয়ে দ্রুত থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ মর্গে পাঠানো হয়েছে। দুই জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামিদেরকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ