spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ৩ জুন ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামলোহাগাড়ার পাহাড়ে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

লোহাগাড়ার পাহাড়ে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

spot_img

লোহাগাড়া প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ার পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুটি অস্ত্রসহ চন্দ্র চাকমা (৩৮) নামে এক পাহাড়ি সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২২ মে) সন্ধ্যায় উপজেলার চরম্বা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার পুণর্বাসন চাকমা পাড়ার সুনীল চাকমার পুত্র। এসময় তিন রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এস আই) শরিফুল ইসলাম পিপিএম বাংলাধারাকে জানান, চরম্বা ইউনিয়নের দুর্গম পাহাড়ের টিলার সেগুন বাগানে গাছের উপর বানানো টং ঘরের নিচে ২ জন পাহাড়ি সন্ত্রাসী অবস্থান করছিল।

এমন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমানের নেতৃত্ব সেখানে অভিযান পরিচালনা করি। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের হাতে থাকা বন্দুক থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি চালায়।

একপর্যায়ে তাদের দুজনকে ধাওয়া করে বন্দুকসহ চন্দ্র চাকমাকে আটক করলেও তার আরেক সহযোগী তরুণ চাকমা একনলা বন্দুক রেখে কৌশলে পালিয়ে যায়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বাংলাধারকে বলেন, দুর্গম পাহাড়ে পুলিশের অভিযানে দুই পাহাড়ি সন্ত্রাসীর মধ্যে চন্দ্র চাকমা নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইন ও পুলিশ আক্রমন করায় ২টি পৃথক মামলা দায়ের করা হয়েছে। বাকি আসামিকে ধরতে পুলিশের অভিযান চালমান রয়েছে। আটককৃত চন্দ্র চাকমাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ