spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ১০ জুন ২০২৩
প্রচ্ছদআন্তর্জাতিকআট মামলায় জামিন পেলেন ইমরান খান

আট মামলায় জামিন পেলেন ইমরান খান

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আট মামলায় জামিন দিয়েছে দেশটির রাজধানী ইসলামাবাদের এক উগ্রবাদবিরোধী আদালত। মূলত, জুডিশিয়াল কমপ্লেক্সে সহিংসতা সংক্রান্ত মামলাগুলোতে তাকে জামিন দেওয়া হয়েছে।

মঙ্গলবার পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) প্রধান ইমরান খানের আবেদনের শুনানির সময় আদালত ৮ জুন পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

আজ আল-কাদির ট্রাস্ট মামলায় দেশটির সাবেক এ প্রধানমন্ত্রী ইসলামাবাদের জাতীয় জবাবদিহি ব্যুরোর (এনএবি) সামনে উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে।

জুডিশিয়াল কমপ্লেক্সে সহিংসতা সংক্রান্ত মামলাগুলোতে গ্রেফতারের আশঙ্কা করেছিলেন ইমরান খান। গতকাল সোমবার টুইটারে তিনি বলেন, আমি জনতাকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি, কারণ যদি আপনারা সহিংস হয়ে ওঠেন, তারা আবার কঠোর ব্যবস্থা নেওয়ার আরও একটি সুযোগ পেয়ে যাবে। আমাদের সবসময় শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে হবে।

এদিকে আল কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তানের জাতীয় জবাবদিহি ব্যুরো আদালত ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে ৩১ মে পর্যন্ত জামিন দিয়েছে। তিনি আগের দিন (সোমবার) গ্রেফতার ঠেকাতে জামিন চেয়ে আদালতে আবেদন করেছিলেন।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ