spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ১০ জুন ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামপাওনাদারের ঘর থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ১

পাওনাদারের ঘর থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ১

রাউজান প্রতিনিধি
spot_img

চট্টগ্রামের রাউজানে পাওনাদারের ঘরে কাজী দিদারুল আলম (৫২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ছেলে কাজী মিনারুল আলম ইমন। মামলাটির ছায়া তদন্তে নেমে ঘটনার এক সপ্তাহ পর চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে মামলার আসামি মুহাম্মদ ইদ্রিস মিয়াকে (৫০) আটক করে র‌্যাব।

আটক মুহাম্মদ ইদ্রিস মিয়া রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মোকামী পাড়া গ্রামের খলিল দফদারের বাড়ির মৃত নুরুল আমিনের ছেলে। এছাড়াও তিনি নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক।

মঙ্গলবার (২৩ মে) র‌্যাব-৭ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোকামীপাড়া গ্রামের মৃত সায়ের আহমেদের ছেলে মো. ইউনুসের (পাওনাদার) শয়ন কক্ষ হতে কাজী দিদারুল আলমের (৫২) মরদেহ উদ্ধার করার ঘটনায় থানায় মামলা হলে তার ছায়া তদন্তে নেমে মুহাম্মদ ইদ্রিস মিয়া নামে এক আসামিকে আটক করেছি। পলাতক আসামিদের দ্রুত আটক করতে অভিযান অব্যাহত থাকবে।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী খুনের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার সকালে রাউজান থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

এবিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, আজ দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ