spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ১০ জুন ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামরাউজানে বাগানের গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু

রাউজানে বাগানের গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু

রাউজান প্রতিনিধি
spot_img

চট্টগ্রামের রাউজানে বাগানের গাছ কাটতে গিয়ে মো. শফি (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মে) বেলা সাড়ে ১২ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মো. শফি রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ইয়াসিন নগর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বরফত দরিলা ঠিলার মফিজুর রহমানের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাউজানে বাগানের গাছ কাটতে গিয়ে মো. শফি (৫০) নামের এক শ্রমিক গুরুতর আহত হলে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চমেকের মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, হলদিয়ার হযরত আলী হোসেন (রহ:) সেতু সংলগ্ন একটি টিলায় স্থানীয় নুরুচ্ছাফা সওদাগরের বিক্রিত গাছ বাগানে অন্যান্য শ্রমিকের সাথে গাছ কাটার কাজে নিয়োজিত ছিলেন মো. শফি। কাজের একপর্যায়ে সকাল সাড়ে ১০ টার দিকে একটি গাছের প্রকান্ড ডাল তার মাথায় পড়লে মারাত্মক আহত হন তিনি। এই সময় স্থানীয়রা তাকে প্রথমে জেকে মেমোরিয়াল হসপিটাল পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ