বাংলাধারা প্রতিবেদন »
ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ পুলিশ লাইন্সে উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) এর নতুন কার্যালয় উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মাহাবুবর রহমান।
বৃহষ্পতিবার (৩০মে) বিকেলে নবনির্মিত এ কার্যালয় উদ্বোধন করা হয়। উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) এর সকল কার্যক্রম লালদিঘী পাড়স্থ মহানগর গোয়েন্দা কার্যালয় থেকে ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ পুলিশ লাইন্সস্থ নতুন কার্যালয়ে স্থানান্তর করা হয়। এখন থেকে উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) এর সকল কার্যক্রম নতুন কার্যালয়ে পরিচালিত হবে।
এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আমেনা বেগম, সকল উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জ সহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/এমআর